সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ঈষদুষ্ণ লেবুর পানি খেলে নাকি সহজেই অতিরিক্ত মেদ থেকে নিস্তার পাওয়া যায়। এই তথ্যটি কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু এক গ্লাস ঈষদুষ্ণ লেবুর পানিতে যে আরও কত গুণ লুকিয়ে আছে, তার কোনো ধারণা আছে? না থাকলে চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে। ১. শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়াতে সাহায্য় করে লেবুতে মজুত ভিটামিন সি এবং পট্যাশিয়াম। সর্দি কাশি সঙ্গে লড়াই করার পাশাপাশি ব্রেন স্টিমিউলেট করে এবং নার্ভ সক্রিয় রাখতেও সাহায্য করে। । ২. শরীরের পিএইচ ব্যালেন্স মেন্টেন...

